ইতিহাস করবেন কে মেসি নাকি নেইমার ?

- আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
স্তাদিও মারাকানায় ইতিহাস করবেন কে? লিওনেল মেসি নাকি নেইমার। উত্তরটা সময়ের কাছে তোলা থাকলেও আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় থাকছেন এই দুই তারকা– তা নিশ্চিত। দুই পক্ষেরই মাথা ব্যথার কারণ হতে পারেন মেসি-নেইমার। সম্প্রতি মেসি-নেইমারের দূরন্ত ফর্মও আভাস দিচ্ছে দারুন প্রতিদ্বন্দ্বিতার।
দীর্ঘ ১৪ বছর পর ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সুপার ক্লাসিকো ফাইনাল। যেখানে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৮ বছরের শিরোপা খরা ঘোচাতে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। যার রোমাঞ্চ আর উত্তাপ চলবে রোববার ভোর পর্যন্ত।
কাগজে-কলমে লড়াইটা ব্রাজিল-আর্জেন্টিনার হলেও মাঠের লড়াইটা থাকবে দুই দলের দুই তারকার উপর। যেখানে বন্ধুত্বের সম্পর্কটা এক পাশে রেখে প্রতিপক্ষে পরিণত হবেন লিওনেল মেসি আর নেইমার জুনিয়র।
এই দুজনের কাঁধে ভর করেই তো শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছেছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি।এবারের আসরে আলবিসেলেস্তেদের করা ১১ গোলের ৯টিতেই সরাসরি ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। ৪ গোল আর ৫ এসিস্টে গোল করা বা করানোর তালিকায় তিনিই শীর্ষে। এরই মধ্যে কোপার এক আসরে গড়েছেন সর্বোচ্চ এসিস্টের রেকর্ড। তাই ফাইনালে একজন মেসিই হতে পারে ব্রাজিলের দুশ্চিন্তার বড় কারণ।
দুরন্ত আর উড়ন্ত মেসিতে শিরোপার যোগ্য দাবিদার আর্জেন্টিনা। তবে, ভাগ্যেদেবি যে কখনই সহায় ছিলো না মেসির। শেষ ৭ বছরে আর্জেন্টিনার হয়ে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেও একবারও ট্রফি উঁচিয়ে ধরা হয়নি ৬ বারের ব্যালনজয়ীর। বার্সেলোনার হয়ে সর্বজয়ী এই ফুটবলারের অন্তত একটি আন্তর্জাতিক শিরোপা জয়ের সুযোগটা আরও একবার সামনে এসেছে। ৩৪ পেরোনো মেসির জন্য এটাই শেষ সুযোগ কিনা তাও বড় প্রশ্ন।
অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফাইনালে উঠলেও নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি এখনো। আক্রমণভাগের খেলোয়াড়রা ধুঁকছেন গোল পেতে। কোয়ার্টার বা সেমি- দুই ম্যাচেই ঐ নেইমার জাদু। ২ গোল আর ৩ এসিস্টে মেসির ধারেকাছে কেবল এই ব্রাজিলিয়ান পোস্টারবয়। তাই ফাইনালে আর্জেন্টিনার মাথা ব্যাথার কারণে হতে পারেন নেইমার।
নেইমারের সামনে হাতছানি দিচ্ছে ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো কোন মেজর শিরোপা জয়ের সুযোগ।এর আগে ২০১৯ এ ব্রাজিল কোপা জিতলেও ইনজুরিতে সাইডবেঞ্চে থাকতে হয়েছিল পিএসজি তারকাকে। ২০১৩’র কনফেডারেশন কাপ ১৬’র অলিম্পিকে স্বর্ণ জয় কোন শিরোপাই যথেষ্ট নয় আক্ষেপ দূর করতে। প্রিয় বন্ধু মেসিদের হারালে ব্রাজিলের হয়ে সেই আক্ষেপ দূর হতে পারে নেইমার জুনিয়রের।