ইতিহাসে নাম লিখলেন রোনালদো

- আপডেট সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইতালিয়ান লিগে অঘটনের শিকার জুভেন্টাস। ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছে তুরিনের ওল্ড লেডিরা। তবে পরাজয়ের রাতে গোল করে ইতিহাসে নাম লেখিয়েছেন রোনালদো।
ভেরোনার মাঠে ২৯ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। ডি-বক্সের বাইরে থেকে শট নেন দগলাস কস্তা, কিন্তু ভাগ্যের ফেরে ক্রসবারে বাধা পায়। দুই মিনিট পর তরুণ আলবেনিয়ান ডিফেন্ডারের দুর্বল হেড ঠেকাতে গিয়ে বল যায় গোললাইন পেরিয়ে। তবে অফসাইডের বাঁশি বাজালে সে যাত্রায় বাঁচে জুভেন্টাস। এরপর ৩৬ মিনিটে রোনালদোর শট ফেরে পোস্টে লেগে। কয়েক মিনিটের ব্যবধানে তার আরও দুটি শট হয় লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে জুভিকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ভাগ্য সহায় হয়নি সি আর সেভেনদের। ১০ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে, হার নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। তবে জুভেন্টাসের ইতিহাসে টানা ১০ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় এখন এই পর্তুগিজ উইঙ্গার।