ইতিহাসের আরেকটি কলঙ্কময় অধ্যায় ১৪ ডিসেম্বর

- আপডেট সময় : ০১:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইতিহাসের আরেকটি কলঙ্কময় অধ্যায় ১৪ ডিসেম্বর। একাত্তরের এই দিনে বাঙ্গালি জাতিকে মেধা শুন্য করতে দেশের মেধাবী সন্তানদের ধরে নিয়ে যায় আলবদর ও পাকবাহিনী। লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে দেশের বিশিষ্টজনরা ছিল এই হত্যাযজ্ঞের তালিকায়। আগামী প্রজন্ম সেই ইতিহাসকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশা করে দেশের সূর্য সন্তানরা।
ঘুমের দেশে, ঘুম ভাঙ্গাতে, ঘুমিয়ে গেল যারা, সেই সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। যে দেশ নিজের আত্ম পরিচয় ফিরে পেতে দিতে হয়েছে চরম মূল্য।
লাল সবুজের জন্য যাদের এই আত্মত্যাগ, তারাই বার বার বঞ্চিত হয়েছেন বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা। আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ ও লালন করে সেই বিষয়ে সবাইকে আরো বেশি সচেতন থাকতে হবে বলে জানান এই রণাঙ্গনের সৈনিক। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশ দেশের সূর্যসন্তানদের।