ইতালি থেকে রোববার সকালে দেশে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশী

- আপডেট সময় : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইতালি থেকে রোববার সকালে দেশে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশী। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এ নিয়ে দু’দিনে ৪১১ জন ইতালি থেকে দেশে ফিরেছেন।
চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ইতালি। এমন পরিস্থিতিতে সেখান থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪১১ জন। সবশেষ ১৫২ জন বাংলাদেশি নিয়ে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্ক্রিনিং শেষে তাদেরকে নেয়া হয় আশকোনা হজ ক্যাম্পে। তবে হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন স্বজনা। এরআগে, শনিবার রাতে ইতালি থেকে দেশে ফেরেন আরো ৫৮ জন। তাদেরও হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনার লক্ষণ না পাওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় রোম থেকে আসা আরো ৫৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গাজীপুরের মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলে। এদিকে, হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। আজ তা আরও কমে আসবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক।