ইতালি থেকে আরও ১৫২ যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় অবতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইতালি থেকে আরও ১৫২ যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় অবতরণ করেছে।
ভোরে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়েছে। সেখানে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার কথা রয়েছে। এদিকে, শনিবার ইতালির রোম থেকে ফেরা ১৪২ বাংলাদেশিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখার পর রাতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।