ইতালিয়ান সিরি আ’য় বড় অঘটনের শিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস

- আপডেট সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরি আ’য় বড় অঘটনের শিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। আগে লিড নিয়েও রেলিগেশনের লড়াইয়ে থাকা উদিনেসের কাছে ২-১ গোলে হেরেছে রোনালদোরা। এদিকে, অন্য ম্যাচে একই ব্যবধানে ক্যালিয়ারিকে হারিয়েছে লাৎসিও।
আগের রাতে ইন্টার মিলান ড্র করায়, জিতলেই চ্যাম্পিয়ন হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নামে জুভেন্টাস। এদিন টেবিলটপারদের শুরুটাও হয়েছে দারুণ। রেলিগেশন লড়াইয়ে থাকা উদিনেসের জালে বল পাঠান ডি লিট, ম্যাচের ৪২ মিনিটে। ১-০ গোলের লিড।
লিড নিয়েও জুভেন্টাস চালিয়েছে একের পর এক আক্রমণ। তবে, ফিনিশিংয়ে ব্যর্থ রোনালদো-দিবালারা। যে সুযোগটাই কাজে লাগিয়েছে উদিনেস। কাউন্টার এ্যাটাকে নেস্টোরোভস্কির বাজিমাত। এক এক সমতায় ম্যাচ। ওখানেই শেষ না। ইনজুরি টাইমে জুভিদের স্তব্ধ করে দেন ফোফানা। এই আইভোরিয়ানের কল্যাণে ২-১ এর জয় উল্লাসে মাতে উদিনেস।
একই রাতে অঘটনের সম্ভাবনা জাগিয়েছিলো ক্যালিয়ারি। লাৎসিওর মাঠে সিমিওনের গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে, চমক অব্যাহত রাখতে পারেনি ক্যালিয়ারি। ম্যাচের ৪৭ মিনিটে মিলিঙ্কোভিচ আর ষাট মিনিটে সফরকারীদের জয় উল্লাস করতে দেননি ইম্মোবিল। ২-১ গোলের জয়ে টেবিলের ৪ নম্বর পজিশনটা ধরে রাখলো লাৎসিও।