ইট ভাটা বন্ধ করে দেয়ায় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার চিত্র পাল্টে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইট ভাটা বন্ধ করে দেয়ায় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার চিত্র পাল্টে গেছে। ওই সব এলাকায় বিষাক্ত কালো ধোঁয়ার বদলে দিগন্তজুড়ে ফসলের মাঠ সবুজে সবুজে ভরে উঠেছে। বন্ধ ভাটার জমিতে ধান, ভুট্টা, আলু, পেঁয়াজসহ নানা ধরনের সবজি চাষ করছে কৃষক। এমন পরিবেশ ধরে রাখতে চায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল, গাছা, ইছর ও কড্ডা এলাকায় বন্ধ ইটভাটার মাঠে এখন সবুজ ফসল দোল খাচ্ছে। ফসল পরিচর্যায় ব্যস্ত এসব এলাকার কৃষক। ইট ভাটার কালো ধোঁয়ার বদলে স্থানীয়রা পেয়েছে বিস্তীর্ণ ফসলি জমি।
জেলার অন্যান্য অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চলছে বলে জানায় পরিবশ অধিদপ্তর। এসব এলাকা ভাটামুক্ত রাখতে কঠোর আইন প্রয়োগের কথা জানান জেলা প্রশাসক। গাজীপুর সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে ১৭৪টি ইটভাটা বন্ধ করা হয়েছে।