ইউরোর ফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ইতালি

- আপডেট সময় : ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইউরোর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। আসরে কোন দল জিতবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইতালি সাফল্য পেতে মুখিয়ে রয়েছে। আর ৫৫ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবার ইউরোপ-সেরা হতে চায় ইংলিশরা।
রাত ১টায় শুরু হবে ম্যাচ। সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গ্যারেথ সাউথগেটের দল। অন্যদিকে, স্পেনকে বিদায় করে ফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে ইতালি। ওয়েম্বলিতে হবে ফাইনাল। তাই স্বাগতিক হিসেবে কিছুটা এগিয়ে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি ইংলিশ। সে আক্ষেপ এবার ঘোচাতে মরিয়া দলটি। বিপরীতে, রবার্তো মানচিনির অধীনে টানা ৩৩ ম্যাচে অপরাজিত ইতালি। বড় কোনো টুর্নামেন্টে এখনো ইতালিকে হারাতে পারেনি ইংল্যান্ড। ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইতালি জয়ী হয়েছিল। এরপর ২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালি জিতেছিল ২-১ গোলে। অবশ্য পরিসংখ্যান নয় মাঠের লড়াইয়ে মনোযোগ দু’দলের।