ইউরোপ পাড়ি দেয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলে ৫০০ বাংলাদেশি আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে গত শনিবার তাদের আটক করা হয়।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ ৫’শ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করা গেছে। লিবিয়ার মিসরাতা সৈকত থেকে ইউরোপ যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জন অভিবাসীকে আটক করে ত্রিপোলির নিরাপত্তাকর্মীরা। লিবিয়ার রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মিসরাতা সমুদ্র সৈকতের অবস্থান। আটককৃতদের একটি কেন্দ্রে রাখা হয়েছে।



















