ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কষ্টার্জিত জয় পেয়েছে জায়ান্ট জার্মানি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কষ্টার্জিত জয় পেয়েছে জায়ান্ট জার্মানি। পিছিয়ে পড়েও রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় রোমানিয়া।
৯ মিনিটে ইয়ানিস হ্যাজির গোলে লিড পায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে জার্মানি। ৫২ মিনিটে ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রি নাম লেখান স্কোর শিটে। ৮১ মিনিটে জয় নিশ্চিত হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। লিওন গোরেজগার অ্যাসিস্টে জার্মানদের হয়ে জয়সূচক গোলটি করেন থমাস মুলার। এই জয়ে জে গ্রুপে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো জার্মানি। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রোমানিয়া আছে পয়েন্ট তালিকার চারে।