ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাত নিরসনের এখনই সময়। ভার্চুয়াল প্লাটফর্মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভয়েজ অব গ্লোবাল সামিটে অংশ নিয়ে একথা বলেন তিনি। বৈশ্বিক সংকট সমাধানে ৫টি প্রস্তাবও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে স্যাংশন ও পাল্টা স্যাংশনের প্রভাব দক্ষিণ এশিয়ায়ও পড়েছে বলে জানান শেখ হাসিনা।
একসাথে, সবার জন্য প্রবৃদ্ধি, সবার জন্য আস্থা’-এই প্রতিপাদ্যে ভারতে শুরু হলো দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
সামিটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এসময় বৈশ্বিক সমৃদ্ধি অর্জনে একসাথে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান মোদি।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচারে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবিলায় পাঁচটি প্রস্তাবও দেন তিনি।
স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব দক্ষিণ এশিয়ায়ও পড়ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকতে হবে।
এবারের ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ১০টি সেশনে অনুষ্ঠিত হবে।