ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে জয় পেয়েছে পিএসজি ও বার্সেলোনা

- আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে জয় পেয়েছে পিএসজি ও বার্সেলোনা। লিলকে ৭-১ গোলে বিদ্ধস্ত করেছে পিএসজি। আর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
লিলের বিপক্ষে ম্যাচের মাত্র ৮ সেকেন্ডেই গোল করে লিগ ওয়ানে দ্রুততম গোলের রেকর্ড গড়েন কিলিয়ান এমবাপ্পে। লিলের বিপক্ষে বড় জয়ে হ্যাট্রিক করেছেন এই ফরাসি তারকা। এছাড়া দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোল পেয়েছেন লিওনেল মেসিও। এক গোল ও একটি এসিস্ট করেছেন এই আর্জেন্টাইন তারকা। এদিকে, লিগে প্রথম ম্যাচ ড্রয়ের পর দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম মিনিটেই লেভানডস্ফকির গোলে এগিয়ে যায় বার্সা। পাঁচ মিনিট পর সমতায় ফেরে সোসিয়াদাদ। বিরতির পর ৬৬ মিনিটে ডেম্বেলের গোলে লিড নেয় বার্সা। ২ মিনিট পর লিড দ্বিগুণ করে লেভানডস্ফকি। শেষ দিকে আনসু ফাতির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি। লিডস ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি। আর নিউক্যাসেলের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ম্যান সিটি।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই নড়বড়ে চেলসি। ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় লিডস। ৪ মিনিট পরে রবার্তো মোরেনোর গোলে লিড বাড়ায় লিডস ইউনাইটেড। বিরতির পর জ্যাক হ্যারিসনের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিডস। অন্যদিকে ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও বিরতির আগে ২-১ গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। বিরতির পরে কাইরান ত্রিপিয়ারের গোলে ব্যবধান ৩-১ করে নিউক্যাসেল। তবে ম্যাচের ৬০ মিনিটে আরলিং হালান্ডের গোলে ব্যবধান কমায় সিটি। আর ৪ মিনিট পরে বার্নাডো সিলভার গোলে সমতায় ফেরে পেপ গার্দিওলার দল। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।