ইউরোপা লিগে বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ইংলিশ ক্লাব আর্সেনাল
- আপডেট সময় : ০৭:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ইউরোপা লিগে বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ইংলিশ ক্লাব আর্সেনাল। ডানডককে ৪-২ গোলে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গানাররা।
প্রতিপক্ষ ডানডক বলেই নির্ভার ছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সুযোগ দেন নতুনদের। প্রত্যাশিতভাবেই স্কোরিংয়ের শুরুটা করে গানাররাই। ১২ মিনিটে এডি এনকেতিয়ার গোলে লিড নেয় আর্সেনাল। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান মোহাম্মদ এলনেনি। স্বাগতিকদের কিছুটা আশা দেখান জর্ডান ফ্লোরস। ২২ মিনিটে ডানডকের হয়ে এক গোল শোধ করেন এই ইংলিশ মিডফিল্ডার। কিন্তু ৬৭ মিনিটে জো উইলক, আর বদলি হিসেবে নামা ফোলারিন ৮০ মিনিটে গোল করলে ব্যবধান ৪-১ করে আর্সেনাল। ৮৫ মিনিটে শন হোয়ারের আরও এক গোল শোধ দিলেও, শেষ রক্ষা হয়নি ডানডকের। এছাড়া সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। অ্যাথেন্সের সাথে লেস্টার সিটির জয় ২-০ গোলে। স্পার্তাকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। আর আন্তওয়ের্পের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টটেনহাম।



















