ইউরোপা লিগের শেষ ষোলো’র প্রথম লেগে হোঁচট খেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের শেষ ষোলো’র প্রথম লেগে হোচট খেয়েছে বার্সেলোনা। তুরস্কের ক্লাব গালাতাসারির সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। তবে, জিতেছে আটালান্টা ও সেভিয়া।
লেভারকুসেনকে ৩-২ গোলে হারিয়েছে আটালান্টা। আর ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেভিয়া। গোল না পেলেও ঘরের মাঠে গালাতাসারিকে চাপে রাখে বার্সেলোনা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে স্প্যানিশ ক্লাবটি। বিপরীতে বার্সার গোলবারে কোন শট নিতে পারেনি গালাতাসারে। ১৭ মার্চ শেষ ষোল’র দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল। রাতের অন্য ম্যাচে আটালান্টার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে লিড নেয় লেভারকুসেন। এরপর প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আটালান্টা। মাঝে এক গোল শোধ দিয়েও হার এড়াতে পারেনি লেভারকুসেন।










