ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল শুরু আজ

- আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল লড়াই। প্রথম সেমিতে মুখোমুখি হবে সময়ের সেরা দুই দল- ইতালি ও স্পেন। ওয়েম্বলিতে ম্যাচ শুরু হবে রাত ১টায়।
মানচিনির অধীনে রীতিমতো উড়ছে ইতালি। ৩২ ম্যাচ অপরাজেয় থাকার পাশাপাশি সবশেষ ১৩টিতেই জয় আজ্জুরিদের। রক্ষণ সামলে আক্রমণে ওঠার সেই পুরনো ইতালি প্রতিপক্ষের জালে ১১ গোলের বিপরীতে হজম করেছে মাত্র দু’টি। ইতালির মতো এতটা অপ্রতিরোধ্য না হলেও কম যায় না স্পেনও। ১৩ ম্যাচ ধরে অপরাজেয় লা রোহা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। পরিসংখ্যান আর ইতিহাস দুটোই স্পেনের পক্ষে। কোয়ার্টার ফাইনাল উতরে গেছে, এমন তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দু’দলের ৩৩ দেখায় ১২ জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে স্পেন ড্র হয়েছে ১২ ম্যাচ। ইনজুরিতে লিওনার্দো স্পিনাৎজোলাকে পাবে ইতালি। পরিবর্তন আসতে পারে স্প্যানিশ একাদশেও।