ইউরো ও অলিম্পিকের পর এবার বাতিল হয়ে গেল উইম্বলডন টেনিস

- আপডেট সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইউরো ও অলিম্পিকের পর এবার বাতিল হয়ে গেল উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐতিহ্যবাহী এই গ্র্যান্ডস্লাম মৌসুম বাতিল হওয়ার ঘটনা এই প্রথম।
আগামী ২৯ জুন যুক্তরাজ্যে শুরু হওয়ার কথা ছিল এবারের উইম্বলডন। পিছিয়ে যাওয়া কিংবা সাময়িক স্থগিত নয়, হাতে সময় থাকার পরও করোনার প্রভাবে আগেভাগেই বাতিল করে দেয়া হলো দুই সপ্তার এই টুর্নামেন্টটি। যার কারণে টিকিটের মূল্য ফেরত, টিভিস্বত্ব– সব মিলে আর্থিক লোকসান হবে প্রায় ২০ কোটি পাউন্ড। করোনা ভাইরাসের কারণে উইম্বলডন বাতিল করাকেই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পরিচালক। এদিকে, টুর্নামেন্ট বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এর আগে যুক্তরাজ্যের তৃণমূল পর্যায়ের সব টেনিসও বাতিল করা হয়। বাতিল হয়েছে কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট। আগামী ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে কোনো ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। করোনার প্রকোপ না কমলে এই সময়টা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।