ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বসে আজ। বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা।
যাচাই বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের ত্যাগী নেতারাই। বিতর্কিত ও বিদ্রোহী প্রার্থীদের এবারও মনোনয়ন থেকে বাদ দিচ্ছে মনোনয়ন বোর্ড। আগামী ২৮ নভেম্বর ১ হাজার সাতটি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।