ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
 - / ১৫৮২ বার পড়া হয়েছে
 
ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে কালকিনি উপজেলার দর্শনা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন এলাকার কয়েকশ’ মানুষ।
এসময় বক্তারা অভিযোগ করেন, কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ দীর্ঘদিন ধরে মাসকাসক্ত। এমনকি এলাকার যুবকদেরও এ কাজে লিপ্ত করছেন। এছাড়া অসহায় মানুষের জমি দখল, অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদক বিক্রিরও অভিযোগ করেন তারা। এমতাবস্থায় দ্রুত ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজের পদত্যাগের দাবি জানান। তা না হলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়ার হুঁশিয়ারী দেন।
																			
																		















