ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

- আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে নানা প্রুতিশ্রুতি দেয়ার পাশাপাশি মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনসহ হামলা-ভাংচুর আর হুমকি-ধমকির মধ্য দিয়েই শেষ মূহূর্তের প্রচারণঅ চলছে সাভারের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে। ৫ম ধাপে গাইবান্ধার দুই উপজেলায় ১৫ট ইউনিয়নে নিবার্চন হবে আগামী ৫ জানুয়ারী। ভোটের আমেজ ইতিমধ্য ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জে প্রতীক ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারণ সদস্য পদে ৮১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। গ্রাম পাড়া ও মহল্লায় শোভা পাচ্ছে পোস্টার। শেষ মূহূর্তে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা। নির্বাচন অবাধ ও গ্রহনযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে ইসি।
গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতায় ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছ না। ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ ৫ জানুয়ারী।
আসছে ৫ জানুয়ারী সাভারের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। শেষ মূহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে বাকি ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরই মধ্যে তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে গেছেন।
উপজেলার বনগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগ উঠেছে ভাকুর্তা ইউনয়নে আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকদেরও মারধরের।
দলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক ডজন নেতাকে সাময়িক বহিস্কারসহ শোকজ করা হয়েছে।
ভোট উৎসব আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন- এমনটাই দাবী এ নির্বাচন কর্মকর্তার। শেষ মুহুর্তে জমে উঠেছে প্রচারণা, পোষ্টারে-পোষ্টারে ছেঁয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, রাস্তাঘাট, চায়ের দোকান ও বসতবাড়ি। প্রচারণায় আচারণ বিধি মানছেন না অনেক প্রার্থী, সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের নানা অভিযোগ। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সাধারণ সদস্যরাও। যোগ্য প্রার্থী নির্বাচনে আগ্রহী ভোটাররা।
সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের।