ইউনিয়ন নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতক্ষীরায় পরাজিত প্রার্থীর হামলা

- আপডেট সময় : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় পরাজিত প্রার্থীর হামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন শতাধিক। শরীয়তপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী দিয়ে মামলা করা হয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পরাজিত প্রার্থীর আক্রমণে নব-নির্বাচিত চেয়ারম্যান ডালিমসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি ছুড়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে দুয়ারডাঙা ব্রিজের মুখে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন- চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, রাসেল, সালাম মোল্লা, আসলাম, টুকু, ইমাম গাজী, মোল্লা সিরাজুল, আফসার আলী, হান্নান মোল্লাসহ ১২ জন।
আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম কয়েকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন। এ সময় পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম বাড়ির ছাদ থেকে তাদের লক্ষ্য করে গুলি করে। দফায় দফায় গুলির মুখে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেয়ারম্যানসহ কমপক্ষে ১২ জন আহত হন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বুধবার রাতে নির্বাচনী সহিংসতায় ১৫টি বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় উপজেলা স্বস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ায় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈত্রিক বসতঘরসহ প্রায় ১০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন শেষে বিজয়ী মেম্বার প্রার্থী মোহাম্মদ হারেছ মিয়ার সমর্থকরা এ হামলা চালায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়ায় নৌকার প্রার্থীর ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে। প্রতিপক্ষ আনারস ও ঘোড়া মার্কার কর্মীরা একত্র হয়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. শাহাব উদ্দিন ও তার অর্ধ শতাধিক কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে দুলুখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই, ৫ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ২০ জন আহত হওয়ার ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করা হয়েছে। এক জনকে গ্রেফতার করে পুলিশ।