ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় নিহত চারজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

- আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় নিহত চারজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেয়ার নির্দেশ হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এ অর্থ জমা দিতে বলা হয়েছে।
পাশাপাশি পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ কেন ১৫ কোটি টাকা করে প্রদান এবং হাসপাতালের লাইসেন্স বাতিলের কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই অন্তর্বতী আদেশ ও রুল দেন। আইনজীবীরা জানান, এর আগে হাইকোর্টের একটি একক বেঞ্চ কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আগুন লেগে মারা যাওয়া পাঁচ রোগীর পরিবারকে ১৫ দিনের মধ্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য ইউনাইটেড হাসপাতালে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গত ২৭শে মে রাতে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়। এরা সবাই হাসপাতালটির মূল ভবনের বাইরে একটি অস্থায়ী তাঁবুতে তৈরি করা করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।