ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার অনুমোদন পেন্টাগনের
- আপডেট সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার জন্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রর কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় এক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্রভাণ্ডারে প্রভাব পড়বে না। তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন।
তবে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে।
যদিও ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানো নিয়ে এখনো দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। অক্টোবরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা দরকার, তা অন্যকে দিতে চান না তিনি।













