ইউক্রেনকে ইসরাইলের আদলে গড়ে তুলতে চান জেলেনস্কি
- আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ইউক্রেনকে ইসরাইলের আদলে গড়ে তুলতে চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বলেছেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সুইজারল্যান্ড নয়, ইসরাইলের মডেলে গড়ে তোলা হবে। চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে এক বক্তব্যে এ কথা বলেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সর্বশেষ ফেসবুক ভাষণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনে হামলা ও আগ্রাসনের জেরে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণ করা হবে কি না, তা নিয়ে আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হবে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে ইউক্রেনে চলছে সামরিক প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের ট্যাংক-বিধ্বংসী অত্যাধুনিক সুইচব্লেড ড্রোন চালানো শিখিয়েছে মার্কিন সামরিক বাহিনী।










