ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুর ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালেক।
সকালে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনওর সঙ্গে কথা বলে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।
গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজ খবর রাখছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এ মুহূর্তে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে অবস্থা বুঝে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।























