ইউএনও ওয়াহিদা খানমের প্রথম অস্ত্রোপচারের ১১ ঘন্টা পর জ্ঞান ফিরেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের প্রথম অস্ত্রোপচারের ১১ ঘন্টা পর জ্ঞান ফিরেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে তার অপারেশন হয়।
চিকিৎসকরা জানান, দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার মাথার বাঁ-দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার কিছু অংশ ভেঙে মস্তিষ্কের ভেতরে প্রেসার তৈরি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা গেলে অবস্থার উন্নতি হবে এমন আশা থেকেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় তিনি জানান, হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দুপুরে উদ্ভূত পরিস্থিত নিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





















