ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা ভালোর দিকে: ডা জাহেদ হোসেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা ভালোর দিকে বলে জানিয়েছেন ডা. জাহেদ হোসেন।
সকালে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে সাংবাদিকদের তিনি আরো জানান, ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। কাজের মেয়ে জবেদা ও আরসোলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম। তিনি বলেন, তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। রবিবার রাতে উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে