ইংল্যান্ড এফএ কাপে জিতেছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৬৭১ বার পড়া হয়েছে
ইংল্যান্ড এফএ কাপে জিতেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় রাউন্ডের ম্যাচে সিটিজেনরা ৪-১ গোলে হারিয়েছে পোর্ট ভ্যালেকে। তবে উলভারহাম্পটনের সাথে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পোর্ট ভ্যালেকে হারাতে একটুও কষ্ট হয়নি ম্যানচেস্টার সিটির। গোলবন্যার শুরুটা করেছিলেন অলেকসান্ডার জিনচেঙ্কো। যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে দ্বিতীয় বিভাগের দলটি। কিন্তু ইতিহাদে পোর্ট ভ্যালের সেই উচ্ছাস মাত্র সাত মিনিটের। সার্জিও অ্যাগুয়েরো আবারো এগিয়ে দেন সিটিকে। দ্বিতীয়ার্ধেও চলে সিটিজেনদের আক্রমনের মহড়া। ৫৮ মিনিটে টেইলর হ্যারউড বেলিস ব্যবধান করেন ৩-১। বেলিসের মত সিটি একাডেমির আরেক গ্র্যাজুয়েট ফিল ফডেন চতুর্থ গোল করেন। তাতেই বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা।















