ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লিগে জয় পেয়েছে চেলসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লিগে জয় পেয়েছে চেলসি। নিজেদের মাঠে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দাপটে ছিল ব্লুজরা। ৫ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। মার্কোস আলোনসোর বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন হার্ভাটজ। প্রতিপক্ষের ডিফেন্ডার সানচেজের পায়ে লেগে বল জড়ায় জালে । এরপর ৩৪ মিনিটে আবারও ভুল করে বসে টটেনহ্যামের রক্ষণভাগ।জিয়াশের ফ্রি কিক স্পার্স ডিফেন্ডার তাংগাংগার হেডে ক্লিয়ার করতে গেলে তা সতীর্থ ডেভিসের গায়ে লেগে গোল হয়ে যায়। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহ্যাম। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে চেলসি। এদিকে, করোনার কারণে স্থগিত করা হয়েছে লিভারপুল-আর্সেনালের ম্যাচ।