ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপা জিতেছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। শাসরুদ্ধ্যকর ম্যাচে টাইব্রেকে চেলসিকে ১০-১১ ব্যবধানে হারিয়ে ১০ বছর পর শিরোপা জিতেছে অল রেডরা।
ম্যাচের আগের পরিস্থিতিটা চেলসির জন্য মোটেও ভাল ছিল না। দীর্ঘ ২০ বছর ধরে যার মালিকানায় ছিল ক্লাবটি সেই রোমান আব্রামোভিচ দায়িত্ব ছেড়েছেন আগের রাতেই। খেলার নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দলই। আক্রমন-পালটা-আক্রমন হলেও ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চতি হয় দু-দলই। ফলে খেলা গড়ায় টাইব্রেকে। পেনাল্টি শুট-আউটে প্রথম ১০ টি শুটেই গোল করতে সক্ষম হয় দু-দল। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেই গোল পায় লিভারপুল। তবে লক্ষ ভেদ করতে ব্যর্থ হয় চেলসির গোলরক্ষক কেপা। নিজের শর্টটি করেন গোল বারের অনেক উপর দিয়ে। ফলে জয় নিশ্চিত হয় ক্লপের শিষ্যদের।










