ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে লিভারপুল ও টটেনহাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে লিভারপুল ও টটেনহাম। ওয়েস্ট ব্রোমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা। একই পরিণতিতে উলভারহাম্পটনের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে স্পার্সরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আলো ছড়িয়েছে লিভারপুল। ১২ মিনিটে জোয়েল মাতিপের পাসে স্কোর করেন সাদিও মানে। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল। এরপরও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলো সালাহ-ফিরমিনোরা। তবে ব্যবধান বাড়াতে পারেনি। উল্টো ৮২ মিনিটে সেমি আয়াজির হেডারে এক পয়েন্ট ছিনিয়ে নেয় ওয়েস্ট ব্রোম। এদিকে উলভারহাম্পটের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় টটেনহাম। এনদোম্বেলের ২০ গজ দূর থেকে নেয়া শট রুখতে পারেনি স্বাগতিক গোলরক্ষক। তবে ম্যাচ শেষ হবার চার মিনিট আগে পেদ্রো নেতোর কর্ণার থেকে গোল করেন রোমেইন সাইস। তাতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।






















