ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ জিতেনি কেউই

- আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ জিতেনি কেউই। ২-২ গোলে ড্র হয়েছে দু’দুলের মহারণ। তবে, আলাদা ম্যাচে জিতেছে লিডস ইউনাইটেড ও ব্রাইটন।
চেলসির মাঠে শুরুতে চমক দেখায় লিভারপুল। ম্যাচের ৯ মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় অলরেডরা। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন করে লিভারপুল, মোহাম্মেদ সালাহ’র গোলে। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান মিশরীয় ফরোয়ার্ড। যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে চেলসি। ৪২ মিনিটে কোভাসিচের গোলে ব্যবধান কমায় দ্যা ব্লুজ। আর যোগ করা সময়ে স্বাগতিকদের সমতায় ফেরান পুলিসিচ। বিরতির পরও আক্রমণের পসরা সাজায় দু’দল। তবে, আর গোল করতে পারেনি কেউই। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখেও জয় পায়নি চেলসি। এই ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে দ্যা ব্লুজ। ২০ ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পরের স্থানে লিভারপুল। ৫৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি।