ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-টটেনহাম ম্যাচে জেতেনি কেউই

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-টটেনহাম ম্যাচে জেতেনি কেউই। ২-২ গোলে ড্র হয়েছে হাইভোল্টেজ ম্যাচ। জয় পায়নি চেলসিও। গোলশূন্য ব্যবধানে ব্লুজদের রুখে দিয়েছে উলভারহাম্পটন।
তবে জিতেছে ম্যান সিটি। নিউক্যাসলকে হারিয়েছে ৪-০ গোলে। ঘরের মাঠ লিভারপুলকে আতিথ্য দেবার ম্যাচে শুরুতেই লিড নেয় টটেনহাম। ১৩ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথমার্ধেই সমতায় ফেরে লিভারপুল। অল রেডদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডিয়েগো জোতা।দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত লিড পায় ক্লপ শিষ্যরা। আলেক্সান্ডার আরনল্ডের অ্যাসিস্টে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। তবে ৫ মিনিট পরই থেমে যায় লিভারপুল ভক্তদের উচ্ছ্বাস। সন হিউন মিংয়ের গোলে সমতায় ফেরে টটেনহাম। এতে ২-২ এর ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এতে শীর্ষে থাকা ম্যান সিটির সাথে ব্যবধান বাড়লো লিভারপুলের।