ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শিরোপার রেসে টিকে থাকার মিশনে, ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় বার্নলির আতিথ্য নেবে রেড ডেভিলরা।
শেষ ম্যাচে মিডলসবোরের কাছে হেরে এফএ কাপ থেকেই বিদায় নেয় ম্যানইউ। তাই এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় রালফ রেগ্নিকের শিষ্যরা।লিগে ওয়েস্টহাম এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ ২ ম্যাচের জয়, সাহস জোগাবে রেড ডেভিলদের। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরতে পারেন ২ ম্যানইউ তারকা- কাভানি ও লিনগার্ড। অন্যদিকে ইনজুরিতে চিন্তিত বার্নলি। অনিশ্চিত উইঙ্গার ম্যাক্সওয়েল কর্নেটের খেলা। ২২ রাউন্ড শেষে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানইউ’র অবস্থান চতুর্থ। শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে এখনো ১৯ পয়েন্ট কম। অন্যদিকে, ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় বার্নলি।










