ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে চেলিস। নিউক্যাসলকে হারিয়েছে ২-০ গোলে। তবে, হেরেছে ম্যানচেস্টার সিটি। বিগ ম্যাচে টটেনহামের কাছে একই ব্যবধানে হেরেছে সিটিজেনরা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমনাত্মক টটেনহাম হটস্পার। গোলের জন্য অপেক্ষা মাত্র ৫ মিনিটের। স্পার্সদের এগিয়ে নেন সন হিউং মিন। পরের সময়টাতেও দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা। ব্যবধান বাড়ায় দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে টটেনহামের দ্বিতীয় সাফল্য এনে দেন জিওভানি লো সেলসো। মাঝে অবশ্য একবার জালের ঠিকানা খুঁজে পায় ম্যানচেস্টার সিটি। কিন্তু সিটিজেনদের গোল বাতিল হয় জেসুসের হাতে বল লাগলে। পুরো ম্যাচে ২২ বার আক্রমণ আর দুই-তৃতীয়াংশ সময় নিজেদের কাছে বল রেখেও জয় পায়নি ম্যানসিটি। চার বছর পর ইপিএলে ম্যানসিটির বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় পেলো টটেনহাম হটস্পার।