ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাদের সবাইকে পাঠানো হয়েছে আইসোলেশনে।
ইপিএলে করোনা টেস্টের তৃতীয় রাউন্ডে মোট ১ হাজার ৮ জনের পরীক্ষা করা হয়। সপ্তাহে দুইদিন ক্লাবগুলোতে এই পরীক্ষা হচ্ছে। চতুর্থ ধাপে প্রতি ক্লাবের ৬০ জনের পরীক্ষা করা হবে। যদিও এমন পরিস্থিতিতে দলীয় অনুশীলন শুরু করতে চায় ক্লাবগুলো। করোনা মহামারীর কারণে ১৩ মার্চ থেকে স্থগিত ইপিএল। গত সপ্তাহ থেকে একক অনুশীলন শুরু করতে পেয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো। ইপিএলে এখনো বাকি আছে ৯২টি ম্যাচ।