ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।
ইতিহাসে শুরু থেকেই আক্রমণাত্মক সিটি। তবে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি পেপ গার্দিওলার শীষ্যরা। কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, এমেরিক লাপোর্তেরা একের পর এক সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি পায় সিটি। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল করেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডি ব্রুইন। ম্যাচের বাকি সময়ে আর না গোল হলে ২-০ ব্যাবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি।










