ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চ্যাম্পিয়ন ম্যানচস্টোর সিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চ্যাম্পিয়ন ম্যানচস্টোর সিটি। আরেক ম্যাচে সিটিজেনরা ৩-০ গোলে হারিয়েছে এভারটনকে। অন্যদিকে টটেনহ্যাম ২-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ৪৪ মিনিটে জাও ক্যানসেলোর দুর্দান্ত অ্যাসিস্টে সিটিজেনদের লিড এনে দেন রাহিম স্টারলিং। ৫৫ মিনিটে দূরপাল্লার অনবদ্য শটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন রড্রি। ৮৬ মিনিটে আবারও গোলের দেখা পায় গার্দিওলার দল। এবার স্কোর শিটে নাম তোলেন বার্নাডো সিলভা। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ম্যানসিটি। আরেক ম্যাচে ঘরের মাঠে লিডসের বিপক্ষে প্রথমার্ধেই গোল খেয়ে বসে টটেনহ্যাম। ৪৪ মিনিটে জেমসের গোলে এগিয়ে যায় বিয়েলসার দল। ৫৮ মিনিটে হয়বার্গের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ৬৯ মিনিটে স্পার্সদের জয় নিশ্চিত করেন রাইট ব্যাক রুগিলন।