ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল, টটেনহ্যাম হটসস্পার

- আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে পেয়েছে আর্সেনাল, টটেনহ্যাম হটসস্পার, গানারদের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্পার্সরা।
৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে গানাররা। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে টটেনহ্যাম। ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের দাপট, উলিয়ান অ্যাওবেমেয়াংদের আক্রমনে কোনঠাসা হোস্টরা। পুরো ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত আফসোসেই পুড়েছে গানাররা, হয়েও যেন হচ্ছিলোনা।বুকায়ো সাকাদের হয়ে ভাগ্য কথা বলেনি, না হলে শুরুর পয়তাল্লিশেই একধিত গোলে এগিয়ে থাকতো আর্সেনাল।৬৯ মিনিটে গানারদের হয়ে স্কোরের সন্ধানে ডিফেন্স থেকে উঠে এলেন বেয়েরিন মরুনো। অ্যাওবেয়াংয়ের নিশানাভেদি শটে আসে ম্যাচের জয় সূচক গোল। টটেনহ্যাম স্টেডিয়ামে অতিথি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। হোস্টদের অ্যাটকিং ফুটবল শুরু থেকেই, খেই হারিয়ে ১৩ মিনিটে স্পার্স ক্যাপ্টেনকে বক্সে ফাউল করে বসেলন ব্রাইটন মিড ফিল্ডার অ্যাডাম লালানা, স্পটকিকে স্কোরার হ্যারিকেইন নিজেই।