ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ম্যান সিটি, চেলসি ও লিভারপুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা জিতেছে ম্যান সিটি, চেলসি, লিভারপুল। বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। ওয়াটফোর্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
আর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের জয় চেলসির। তবে হোচট খেয়েছে ম্যান ইউ। লেস্টার সিটির কাছে ৪-২ গোলে হেরেছে রেডডেভিলরা।
বার্নলির বিপক্ষে এ দিন ম্যাচে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেনি ম্যান সিটি। যদিও ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় সিটিজেনরা। স্কোর শিটে নাম তোলেন বানার্ডো সিলভা। দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুইনার করা গোলে জয় নিশ্চিত হয় পেপ গার্দিওয়া শিষ্যদের। এই জয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান ম্যানচেস্টার সিটির। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে চেলসি এবং ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিভারপুল।