ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে গানাররা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিলো ঢিমেতালে। গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ৪৮ মিনিটে গাব্রিয়েল সিলভার গোলে লিড পায় গানাররা। ৮৭ মিনিটে এমিল স্মিথের গোলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান আর্সেনালের। আর সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে অবস্থান করছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।