ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল
- আপডেট সময় : ০৯:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ক্রিশ্চিয়ানো রোনালদোর ইতিহাস গড়া হ্যাটট্রিকে টটেনহামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যান ইউ। ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয় লিভাপুলের। এদিকে, সিরি আয় জিতেছে জুভেন্টাস, সাম্পদোরিয়াকে হারিয়েছে ৩-১ গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ, ম্যান ইউ-টটেনহাম মহারণ। তবে, সকলের দৃষ্টি ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ইনজুরি কাটিয়ে সিআরসেভেন ফিরেছেন রেডডেভিল একাদশে।
ভক্তদের নিরাশ করেননি রোনালদোও। লম্বা সময় পর মাঠে নেমেই স্বরূপে প্রত্যাবর্তন পর্তুগিজ সুপারস্টারের। ম্যাচের মাত্র ১২ মিনিটেই নাম তোলেন স্কোর শিটে। ২৫ গজ দুর থেকে জোড়ালো শট, তার চোখ জোড়ানো গোল।
৩৫ মিনিটে হ্যারি কেনের গোলে সমতা ফেরায় টটেনহাম। যদিও খানিক বাদেই শোকে রূপ নেয় অতিথিদের উৎসব। মাত্র তিন মিনিটের মাথায় আবারো সিআর সেভেনের ম্যাজিক। স্যানচোর বাড়ানো বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি রোনালদো। এমন দিনে রোনালদো কোন রেকর্ড অংশ হবেন না তা কি করে হয়। ক্লাব ও আন্তর্জাতিক সব মিলিয়ে সবচেয়ে বেশি ৮০৬ গোলের মালিক এখন রোনালদো।
দ্বিতীয়ার্ধে হ্যারি মাগুইরের গোলে সমতায় ফেরে টটেনহাম। তবে, দিনটা যে ক্রিশ্চিয়ানোর রোনালদোর, ম্যানচেস্টার ইউনাইটেডের। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিকে দলকে জয় এনে দেন পর্তুগিজ তারকা।
একই রাতে অন্য ম্যাচে জিতেছে লিভারপুল। ব্রাইটনকে ২-০ গোলে হারের তেতো স্বাদ দিয়েছে অলরেডরা। দুই অর্ধে দুই গোল করে লিভারপুলকে জয় এনে দেনে লুইস দিয়াস, মোহাম্মেদ সালাহ।
টানা জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরও মজবুত লিভারপুলের। ৫০ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।










