ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট- লিভারপুল ও আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট- লিভারপুল ও আর্সেনাল। রাত পৌনে ২টায় লেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। একই সময় আর্সেনালের প্রতিপক্ষ উলভার হাম্পটন।
পয়েন্ট টেবিলে দুইয়ে লিভারপুল। সিটির সাথে ব্যবধান ১২ পয়েন্টের। লেস্টারের বিপক্ষে জিতে পয়েন্ট ব্যবধান কমাতে চায় অলরেডরা। জাতীয় দলের ব্যস্ত সূচি কাটিয়ে লিভারপুল একাদশে ফিরছেন মোহাম্মেদ সালাহ। আফ্রিকান ন্যাশন্স কাপ শেষে দলের সাথে যোগ দিয়েছেন মিশরীয় এই তারকা। তবে দলের সাথে এখনো যোগ দেননি সেনেগালের সাদিও মানে। ইনজুরির কারণে এ ম্যাচে অনিশ্চিত জর্ডান হেন্ডারসনও। অন্যদিকে কোন ইনজুরি সমস্যা নেই লেস্টার সিটি দলে। তাই পূর্ণ শক্তির একাদশ পাচ্ছে লেস্টার। এদিকে, টেবিলের শীর্ষ চারে থাকার মিশনে উলভার হাম্পটনের আতিথ্য নেবে আর্সেনাল।










