ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মাঠে নামবে লেস্টার সিটির প্রতিপক্ষ নরউইচ সিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মাঠে নামবে লেস্টার সিটি। প্রতিপক্ষ নরউইচ সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার রেসে সবাইকে ছাড়িয়ে শীর্ষে লিভারপুল। আর পয়েন্ট টেবিলের দুই কিংবা তিন নম্বর স্থান দখলে লড়ে যাচ্ছে অন্য ক্লাবগুলো। টেবিলের তিনে থাকলেও গেলো কয়েক ম্যাচে সুবিধা করতে পারেনি দ্য ফক্সেস। শেষ চার ম্যাচে সঙ্গী হয়েছে হার আর ড্র। মুখোমুখি পরিসংখ্যানে ৫৭ দেখায় ২১ হারের বিপরিতে ২৩ জয় জেমি ভার্ডিদের। আর ড্র ১৩ ম্যাচে। সবশেষ পাঁচ দেখায় ১ হার আর ১ ড্রয়ের বিপরিতে ৩ জয় ব্রেন্ডন রজার্স শিষ্যদেরা। অন্যদিকে, ২৭ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে টেবিলের একদম তলানিতে আছে নরউইচ।