আড়িয়াল খাঁ নদে সেতু নির্মানের দাবীতে মাদারীপুরে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আড়িয়াল খাঁ নদে সেতু নির্মানের দাবীতে মাদারীপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে শহরের লঞ্চঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন, তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন সদর উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করলেও বারবার দাবির পরেও সেতু নির্মান করেনি কর্তৃপক্ষ। এতে ডিঙ্গি নৌকা ও ট্রলারে যাতায়াতে দুর্ভোগ বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের। সেতু না থাকার কারণে শহরের সাথে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের বাসিন্দারা।