আড়াই মাস বন্ধ থাকার পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আড়াই মাস বন্ধ থাকার পর, ভারত থেকে আবার অক্সিজেন আমদানি শুরু হয়েছে। গত দু’দিনে ১৯০ মেট্রিক টন অক্সিজেন এনেছে বাংলাদেশের একটি বেসরকারী প্রতিষ্ঠান।
গত দু’দিনে ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। ভারতে করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ২২ এপ্রিল থেকে অক্সিজেন রপ্তানী বন্ধ রেখেছিল দেশটি। আড়াই মাস পর একদিকে ভারতে চাহিদা কমেছে, অন্যদিকে উৎপাদন বাড়ায় অক্সিজেন রপ্তানি আবার শুরু করেছে দেশটি। এর ফলে দেশে অক্সিজেনের সংকট কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার কাজ চলছে।