আহমদ শফী হত্যার বিচারের দাবি জানিয়েছেন তার ভক্তরা
- আপডেট সময় : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের সাবেক আমীর আহমদ শফী হত্যার বিচারের দাবি জানিয়েছেন তার ভক্তরা । হেফাজতের নামে বাবু নগরীর নেতৃত্বে কোন কমিটি হলে তা প্রত্যাখ্যান করার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ হাটহাজারী মাদ্রাসা দখল করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী ভক্তবৃন্দের এ সংবাদ সম্মেলন। তাদের অভিযোগ, আহমদ শফী হত্যায় জড়িতরা দলটির শীর্ষ নেতৃত্বে রয়েছে। আসামীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করেন তারা।
বাবু নগরীর নেতৃত্বাধীন হেফজাতে ইসলামের আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যায়িত করে বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাবু নগরীর অবৈধ কমিটি গঠনের পায়তারা সফল হবে না।
এসময় সংবাদ সম্মেলন থেকে আলেমদের হয়রানী বন্ধ ও মামলা প্রত্যারের দাবি জানানো হয়। পাশাপাশি কওমি মাদ্রাসা খুলে দেয়ারও দাবি করেন ব্ক্তারা।
















