আসামিরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, তা আড়ালেই থেকে যাচ্ছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:৪২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
 - / ১৬১৩ বার পড়া হয়েছে
 
পরপর দুটি বন্দুকযুদ্ধে ৩ আসামীর নিহত হওয়ার ঘটনায় কুমিল্লার মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা, মামলার বাদী, এমনকি নগরের সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, আসামিরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, তা আড়ালেই থেকে যাচ্ছে। কে এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা-সেটি জানা যাচ্ছে না। বুধবার মধ্যরাতে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম এবং এর আগে সোমবার রাতে গোমতী নদীর বালুমহালে আরও দুই আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।
																			
																		













