আশ্রয়ণ প্রকল্পের ঘরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে ছমিরন বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা আর্ত-চিৎকার শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ পুলিশকে খবর দেয়।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা এলাকায় দুর্বৃত্তদের হামলায় হাসিনা বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জালাল জমাদ্দারও গুরুতর আহত হন।
এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান মোল্লা নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে পার্শ্ববর্তী খালেকের বাজার থেকে চরকুশলী আদর্শ গ্রামে যাচ্ছিলেন লুৎফর রহমান মোল্লা। এসময় দুর্বৃত্তরা লুৎফর রহমান মোল্লাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।