আল জাজিরা প্রসঙ্গে অ্যামিকাস কিউরির বক্তব্য শুনছেন হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটে অ্যামিকাস কিউরির বক্তব্য শুনছেন হাইকোর্ট।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই শুনানি চলছে। শুনানিতে কামাল উল আলম হাইকোর্টকে জানান, প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে রাষ্ট্রের গায়ে তার দাগ লাগবে। আল জাজিরার প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কথা থাকলেও তার সংশ্লিষ্টতা নিয়ে কোন তথ্য ছিলো না । ৯ই ফেব্রুয়ারী করা এই রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। সুপ্রিমকোর্টের এক আইনজীবীর দায়ের করা রিটে আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের ভিডিও ও লিঙ্ক ইউটিউবসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ ও অনলাইন মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।
























