আল-জাজিরার বিরুদ্ধে মামলার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
কাতারভিত্তিক আল-জাজিরা চ্যানেলটি মুসলমান দেশগুলো সম্পর্কে অপপ্রচারে লিপ্ত জানিয়ে তাদের বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর আল-জাজিরায় বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনকে হলুদ সাংবাদিকতা আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি ভিত্তিহীন, সন্ত্রাসী মদদপুষ্ট ও দেশ-বিরোধী ষড়যন্ত্রের অংশ। দুপুরে আলাদাভাবে এসব বলেন তারা।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রচারের পরপরই সরকারের তরফ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়।বুধবার সকালে হাতিরঝিলে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এটি করেছে, যা হলুদ সাংবাদিকতা।
এর আগে, আল জাজিরার সংবাদকে ভিত্তিহীন ও সন্ত্রাসী মদদপুষ্ট বলে দাবি করে তা প্রত্যাখ্যান করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।তবে এ ঘটনায় চ্যানেলটির সম্প্রচার বন্ধ হবে না বলেও জানান ড. মোমেন।























